মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফ্লেক্স, হোর্ডিং নিয়ে রাস্তায় মহিলা তৃণমূল

তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার মিছিলের নেতৃত্ব দেন।

August 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার শহরে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূতি পর্যন্ত মিছিল করে মোদী সরকারে বিরুদ্ধে প্রতিবাদ জানাল তৃণমূল মহিলা কংগ্রেস। তাঁরা আওয়াজ তুললেন জ্বালানির মূল্যবৃদ্ধি, কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসামূলক রাজনীতি ও বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তির বিরুদ্ধে। আজ শুক্রবারও মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্যে।

তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার মিছিলের নেতৃত্ব দেন। এছাড়াও মিছিলে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায় ও অপরূপা পোদ্দার, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা। মহিলা তৃণমূলের কর্মীরা আজ ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen