খেলা বিভাগে ফিরে যান

এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান! জেনে নিন কী ভাবে

August 27, 2022 | 2 min read

সংযুক্ত আরব আমিরশাহীতে আজ শুরু হল ১৫তম এশিয়া কাপ ক্রিকেটের আসরের। শনিবার সন্ধ্যায় দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে এই প্রতিযোগিতার আকর্ষণের কেন্দ্রে বিন্দু অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচ। রবিবার, ২৮ তারিখ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু হিসেবে মতো, আরও দু’বার এই এশিয়া কাপেই ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে, মানে মোট ৩টি ভারত-পাকিস্তান ম্যাচ। কী ভাবে তা সম্ভব, দেখে নিন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে ‘বি’ গ্রুপে।

একনজরে এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি

২৭ আগস্ট : শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান

২৮ আগস্ট : ভারত বনাম পাকিস্তান

৩০ আগস্ট : বাংলাদেশ বনাম আফগানিস্তান

৩১ আগস্ট : ভারত বনাম হংকং

১ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

২ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম হংকং

গ্রুপ পর্বের পর হবে ‘সুপার ফোর’ রাউন্ড। পয়েন্ট টেবিলে ‘এ’ ও ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা দুটি দল খেলবে ‘সুপার ফোর’ এ। এই পর্যায়ে একটি দল রাউন্ড রবিন ভিত্তিতে অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। তাই ২৮ আগস্টের পর আরও একবার সুপার ফোরে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান ।

সুপার ফোরের সময়সূচি

৩ সেপ্টেম্বর : বি ১ বনাম বি ২

৪ সেপ্টেম্বর : এ ১ বনাম এ ২

৬ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ১

৭ সেপ্টেম্বর : এ ২ বনাম বি ২

৮ সেপ্টেম্বর : এ ১ বনাম বি ২

৯ সেপ্টেম্বর : বি ১ বনাম এ ২

সুপার ফোর পর্ব শেষ হলে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারই খেলবে ফাইনালে। সুতরাং, সেই দুটি দোল যদি ভারত ও পাকিস্তান হয়, তাহলে তারা আবার মুখোমুখি হবে ফাইনালে। ১১ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #pakistan, #asia cup, #Asia Cup 2022

আরো দেখুন