দেশ বিভাগে ফিরে যান

তুলকালাম: ICCR-এ BJP-র কেন্দ্রীয় নেতার অনুষ্ঠান, বাইরে দু’পক্ষের মধ্যে মারামারি

August 27, 2022 | < 1 min read

শনিবার সন্ধ্যায় হো চি মিন সরণিতে আইসিসিআরে বিজেপির একটি অনুষ্ঠানে তুলকালাম কাণ্ড। আইসিসিআর-এর সামনে রীতিমতো মারামারি চলল।

কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের একটি অনুষ্ঠান চলছিল আইসিসিআরে। Modi@20 – শীর্ষক কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এসেছেন কলকাতায়। বঙ্গ বিজেপির তরফে তাঁকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিসিআরে। সেখানে শনিবার সন্ধেবেলা সেখানে তাঁকে সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। ছিলেন মুখপাত্র শমীক ভট্টাচার্য-সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান চলাকালীনই আচমকা তাল কাটল। প্রেক্ষাগৃহের বাইরে আচমকাই হইহই ব্যাপার। হলুদ জামা পরা এক ব্যক্তিকে নিয়ে তুমুল উত্তেজনা। কয়েকজন বিজেপি কর্মী তাঁকে ঘিরে ধরে ক্ষোভপ্রকাশ করেন। কারও অভিযোগ, ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যক্তি নাকি হলের ভিতরে ঢুকতে চাইছিলেন। শমীক ভট্টাচার্যর নাম ব্যবহার করছিলেন। আবার কেউ কেউ বলছেন, তাঁদের টাকা চুরি করেছেন ওই ব্যক্তি। ‘তৃণমূলের দালাল’ বলেও ওই ব্যক্তিকে আক্রমণ করা হয়। তবে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনও চেষ্টা করেননি। বরং স্তম্ভিত হয়ে গিয়েছেন ওই ঘটনায়।

দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বিষয়টি দেখেশুনে সংবাদমাধ্যমকে জানান, ওই ব্যক্তি দলের কেউ নন, তিনি দরকারি কাজে এসেছিলেন আইসিসিআরের সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

#prakash javadekar, #bjp vs bjp, #Iccr, #Kolkata, #bjp

আরো দেখুন