রাজ্য বিভাগে ফিরে যান

আমার পরিবারের কেউ জবরদখল করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন: মমতা

August 31, 2022 | < 1 min read

বিরোধীদের অভিযোগের জবাব অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার বাড়ির কেউ সরকারি জমি দখল করে থাকলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন।’’


বিরোধীদের অভিযোগ, ক’য়েকবছরে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের অস্বাভাবিকভাবে সম্পত্তি বেড়েছে। আয়ের উৎস খুঁজে বের করতে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন সাংবাদিক বৈঠকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে এত সম্পত্তি: তাই নিয়ে কেস করেছে। সেটা টিভিতে দেখিয়েছে। পরিবারের কে কোথায় আছে, আমি জানি না। সেটা তারা বলবেন।’’


এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি যে এলাকায় থাকি সেটা রানী রাসমণির জায়গা। আমরা ঠিকা প্রজা। নিজেদের কোনো জমি নেই। আমি মুখ্যসচিবকে বলেছি , মন্ত্রিসভাকে বলেছি ভূমিরাজস্ব সচিব তদন্ত করে দেখুক। যদি এমন কোনও তথ্য থাকে বা তথ্য পান জমি দখল করে আছি বা কাউকে পাইয়ে দিয়েছি, তাহলে সেটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। ভাইরা সব আলাদা আলাদা থাকে, ঠিকঠাক দেখাই হয় না। ক’য়েকটি সংবাদমাধ্যমে কেন দেখানো হয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #West Bengal, #Mamata Banerjee, #Nabanna

আরো দেখুন