বিজেপির ছক ফাঁস, ভোটে না জিতেও সরকার গড়ায় সিদ্ধহস্ত পদ্মশিবির
বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিসরকে ধ্বংস করার অভিযোগ করেন বিরোধীরা। খোদ বিজেপি নেতার মন্তব্য সেই অভিযোগেই সিলমোহর দিল

ঝুলি থেকে বেরোলো বিড়াল! বিজেপি তথা মোদী-শাহের নির্লজ্জতাকে বিবস্ত্র করলেন খোদ বিজেপিরই নেতা। ফাঁস পদ্মশিবিরের ছক৷ দেশের সংসদীয় গণতন্ত্রে বারবার আঘাত করে চলেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিসরকে ধ্বংস করার অভিযোগ করেন বিরোধীরা। খোদ বিজেপি নেতার মন্তব্য সেই অভিযোগেই সিলমোহর দিল।
বিজেপি জিতলে তো সরকার বানায়ই৷ এমনকি হারলেও নাকি সরকার বানায়৷ জাতীয় সম্পাদকের এহেন মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। মহারাষ্ট্র, কর্নাটক, গোয়াসহ একাধিক রাজ্যে দফায় দফায় পিছনের দরজা দিয়ে ‘অপারেশন লোটাস’ চালিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। সংসদীয় গণতন্ত্র, নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা, জনাদেশ, আইনসভার সাংবিধানিক অধিকার সবকিছুই কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতা দখলের নেশায় মত্ত বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কয়েকটি রাজ্যে ঘোড়া কেনা-বেচা, বা ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করেছে বিজেপি। জনাদেশ না থাকলেও কীভাবে কৌশলে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে হয়, মোদী জমানায় ভারতীয় রাজনীতি তা দেখে ফেলল। বিজেপির এই ছল-কৌশলের রাজনীতির বিরুদ্ধে সরব দেশের বিরোধীরা। বিজেপির একাংশও এতে খুশি নয়। মোদী-শাহের দল ভাঙনের খেলাকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি-বিরোধী শিবির।
যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বিজেপি (BJP)৷ সেখানে ফেসবুক লাইভে এসে বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বিস্ফোরক মন্তব্য করেন। অনুপমের (Anupam Hazra) দাবি, বিজেপির একটা ভাল রেপুটেশন আছে, তারা জিতলে তো অবশ্যই সরকার বানায়৷ হারলেও সরকার বানায়। বিজেপির অপারেশন লোটাস নিয়ে বিজেপির একাংশের মত, মোদী-শাহের কৌশল আগামীতে বুমেরাং হয়ে বিজেপিকে আঘাত করবে। বিগত বেশ কিছু বছর ধরেই বিজেপির বিরুদ্ধে বারবার বিরোধীদের সরকার ফেলার অভিযোগ উঠেছে৷ সেখানে অনুপম হাজরার কথা, ওই অভিযোগকেই নিশ্চিত করল। অনুপমের বার্তাকে একপ্রকার হুমকিই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ তবে কি বিজেপির জাতীয় সম্পাদক লাইভে এসে মহারাষ্ট্রের ধাঁচে বাংলার সরকার ফেলার ইঙ্গিত দিলেন? সে প্রশ্ন উঠছে।