দেশ বিভাগে ফিরে যান

সামাজিক মাধ্যমে ভাইরাল হল India’s Biggest Pappu টি-শার্ট

September 2, 2022 | < 1 min read

শুক্রবার ইডির সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আরও জোরাল ভাবে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, “বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তব হল অমিত শাহ (Amit Shah) নিজে সবচেয়ে বড় পাপ্পু। এজেন্সি ব্যবহার না করে তিনি রাজনীতি করতে পারেন না।”

এর পরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পরে নানা মিম ছবি যার মিল আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এমনকি সামাজিক মাধ্যমে ঘুরছে সেরকমই একটি টি-শার্টের ছবি যা আজ রাতেই ভাইরাল হয়ে গেছে। সেই ছবি ঘুরেছে হোয়াটসঅ্যাপে। সেই সাদা রঙের টি-শার্টে একটি কার্টুন ছবি ছাপা, যার আদল অনেকটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মত। ছবির তলায় লেখা আছে, India’s Biggest Pappu।

India’s Biggest Pappu , ছবি সৌজন্যেঃ সমাজ মাধ্যম

কংগ্রেসের এক কেন্দ্রীয় নেতাকে এই পাপ্পু নামে সামাজিক মাধ্যমে তাঁর বিরোধীপক্ষরা বিদ্রুপ করে থাকেন। কিন্তু এই প্রথম কোনও বিজেপি নেতাকে এই নাম দিয়ে সামাজিক মাধ্যমে ইয়ার্কি মারা হচ্ছে বলে দেখা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #abhishek banerjee, #India's Biggest Pappu

আরো দেখুন