পাসি-সিলভার যুগলবন্দীতে মুম্বইকে ৪-৩ গোলে হারাল ইস্টবেঙ্গল

আজ প্রথমার্ধেই ছ’গোল হয়ে যায়।

September 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডার্বির আত্মঘাতী গোল করা খলনায়ক সুমিত পাসি এবার লাল হলুদের নয়নের মণি হয়ে উঠলেন ডুরান্ড কাপের মুম্বই ম্যাচে। তাঁর জোড়া গোলের সুবাদে ইস্টবেঙ্গল আজ ৪-৩ গোলে হারাল মুম্বই এফসিকে। সেই সুবাদে মরসুমের প্রথম জয় পেল কনস্টান্টাইনের দল। আজ জোড়া গোল করলেন ক্লেটন সিলভাও। কিশোর ভারতী স্টেডিয়ামে ভালো ফুটবল দেখে মাতলেন লাল হলুদের সমর্থকরাও।

আজ প্রথমার্ধেই ছ’গোল হয়ে যায়। ইস্টবেঙ্গলের হয়ে প্রথমার্ধের ১৭ মিনিটে গোল করেন সুমিত পাসি। ২২ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করে ২-০ করেন ক্লেটন সিলভা। ২৭ মিনিটে মুম্বইয়ের পক্ষে স্টুয়ার্ট গোল করে ২-১ করেন। তারপর ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ৩-১ করেন পাসি। এর পরই ম্যাচের ৩৬ এবং ৪৩ মিনিটে জোড়া গোল করে মুম্বইয়ের পক্ষে সমতা ফেরান ছাঙতে। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ৩-৩।

দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ইস্টবেঙ্গলের পক্ষে জয়সূচক গোলটি করেন ক্লেটন সিলভা। ৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে গ্রুপে তৃতীয় হয়ে ডুরান্ড অভিযান শেষ করল লাল হলুদ ব্রিগেড। মোহন বাগানকে হারানোর সুবাদে গ্রুপ শীর্ষে আছে মুম্বই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen