দুর্গোৎসবের জন্যে প্রস্তুত বাংলা, পুজোর আনন্দে অসুর হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি?
করোনা কাঁটা পেরিয়ে চেনা ছন্দে ফিরছে বাংলার দুর্গোৎসব (Durga Pujo)। উৎসবের জোয়ারে ভাসতে প্রস্তুত গোটা বাংলা। কিন্তু পুজোর আনন্দ মাটি করতে অসুর হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? দিল্লির মৌসব ভবন বলছে, গত কয়েক বছরের মতোই এবারেও বর্ষার শেষ লগ্নে বাড়তি বৃষ্টি হতে পারে দেশে। এদিকে পুজোর আগে হঠাৎ করেই হাওয়া বদল হয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার, সঙ্গে হাওয়ার দাপট। আবহাওয়াবিদদের একাংশের মতে, পুজোর আগেই বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
মূলত সেপ্টেম্বরের শেষে বর্ষা বিদায় নিতে আরম্ভ করে। যদিও বিগত কয়েক বছর ধরে চিরাচরিত ছবিটা বদলে গিয়েছে। বিদায়বেলায় অতিরিক্ত বৃষ্টি (Rain) হচ্ছে। এবারেও তেমনটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবার ঠিক সময় বাংলায় বর্ষাপ্রবেশ করলেও, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। বাংলা থেকে সাধারণত ১০ অক্টোবর বর্ষা বিদায় নেয়। কিন্তু চলতি বছর আগস্টের শেষেও তেমন ভারী বর্ষণ না হওয়ায় অক্টোবরের শুরুতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকেই মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলাতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। চলতি মাসের ৬-৭ তারিখ অবধি কলকাতাসহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে গোটা বাংলাজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপেরও পূর্বাভাস রয়েছে। পুজোর মুখে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। যদিও তার কতটা প্রভাব বাংলায় পড়বে, তা নিয়ে আবহাওয়া দপ্তর তরফে কিছুই জানা যায়নি।
মৌসম ভবন বলছে, চলতি বছরও সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থাকছে। ২০১৯ সাল থেকেই টানা তিন বছর যাবৎ সেপ্টেম্বরে উদবৃত্ত বৃষ্টি হচ্ছে। এবারেও সেই ধারা অক্ষত থাকলে পুজো মাটি হওয়ার আশঙ্কা থাকছেই।