৮৯ হাজার নতুন শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
শিক্ষক দিবসে রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, ৮৯ হাজার নতুন শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করেছে রাজ্য। আরও বহু পদে নিয়োগের প্রক্রিয়া এতদিনে সম্পন্ন হয়ে যেত। কিন্তু একের পর এক জনস্বার্থ মামলার জন্য তা সম্ভব হচ্ছে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি কটাক্ষের সুরে বলেন, ‘‘একটা করে পিল (PIL) খেয়ে নেয়।’’ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও সামালোচনা করেন তিনি। শুধু শিক্ষক পদেই নয়, দক্ষতাভিত্তিক বিভিন্ন পদেও নিয়োগ হবে বলে এদিন জানিয়েছেন মমতা।
স্কুল শিক্ষক পদে চাকরি প্রার্থী আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘যারা জাস্টিস পায়নি, তাঁরা কিন্তু জাস্টিস আমাদের থেকে পাবেন।’’