উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নার্সিংহোম থেকে ছাড়া পেলেন সুস্থ অশোক

July 6, 2020 | 2 min read

ফের করোনার ছোবলে মৃত্যু শিলিগুড়িতে। রবিবার কাওয়াখালির কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। বিভিন্ন মহল এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। অন্যদিকে, টানা ২০ দিন ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সিপিএমের অশোক ভট্টাচার্য। আজ, সোমবার তাঁকে নার্সিংহোম থেকে ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অশোকবাবু সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন, কোভিড মানেই মৃত্যু নয়। এই রোগের সঙ্গে লড়াই করার মানসিকতাই গুরুত্বপূর্ণ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখায় ধন্যবাদ জানিয়েছেন।
এদিন কোভিড হাসপাতালে মৃত বৃদ্ধার বাড়ি এনজেপি থানার রামনগর এলাকায়। স্বাস্থ্য দপ্তর ও মৃতের পরিবার সূত্রের খবর, ওই বৃদ্ধার বয়স ৬৮। গত ৩ জুলাই তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হন। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁকে স্থানান্তরিত করা হয়। সোয়াব টেস্টে কোভিড পজিটিভ হওয়ায় ৪ তারিখ রাতে তাঁকে কাওয়াখালির কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন ভোররাতে তাঁর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলেন, করোনা আক্রান্ত হলেও ওই বৃদ্ধার মধ্যে অন্যান্য রোগের উপসর্গ ছিল। তাই তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিন শিলিগুড়িতে আরও বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, এদিন জেলায় আক্রান্ত হয়েছেন ২০ জন। যারমধ্যে ১৮ জন শিলিগুড়ি শহরের এবং দু’জন মাটিগাড়া ব্লক এলাকার বাসিন্দা। জেলাশাসক এস পুন্নবালম বলেন, আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। যারমধ্যে সাতজন আগে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।

শিলিগুড়িতে করোনার ছোবলে মৃত্যু ও সংক্রামণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। স্থানীয় সূত্রের খবর, এ নিয়ে শিলিগুড়ি মহকুমায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। যারমধ্যে শহরেরই সিংহভাগ, ২১ জন। বাকি পাঁচজন গ্রামীণ এলাকার বাসিন্দা। এরবাইরে এখন পর্যন্ত শিলিগুড়ি মহকুমায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০০ জন। এ নিয়ে বিভিন্ন মহল আতঙ্কিত। ইতিমধ্যে সংক্রামণের গতি রুখতে অনেকে শিলিগুড়িতে ফের সার্বিকভাবে লকডাউনের দাবি তুলেছেন। এদিন দার্জিলিংয়ের সংসদ সদস্য বিজেপির রাজু বিস্তা এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন। প্রশাসন অবশ্য তা মানতে নারাজ। তারা সংক্রমণের চেন ভাঙতে কন্টেইনমেন্ট জোন তৈরি ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে জোর দিয়েছে। করোনা আক্রান্ত বহু রোগী সুস্থ হয়ে উঠছেন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০ জন।

শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সিপিএমের অশোক ভট্টাচার্য

অন্যদিকে, শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোকবাবু সুস্থ হয়ে উঠেছেন। ১৬ জুন অশোকবাবু অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন। ১৭ তারিখ তাঁর সোয়াব টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর আইসিইউতে রেখে চিকিৎসা হয়। দু’দিন আগে তাঁর সোয়াব টেস্টে করোনা নেগেটিভ হয়েছে। আজ, তাঁকে নার্সিংহোম থেকে ছাড়া হবে বলে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন। এই অবস্থায় করোনা যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন অশোকবাবু। তিনি বলেছেন, করোনা মানেই মৃত্যু নয়। এই রোগের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা নির্ভর করে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার উপর। এটা কিন্তু সেভাবে হচ্ছে না। আমার ক্ষেত্রেও বিলম্ব হয়েছিল। তবে, এই রোগের চিকিৎসা আছে।

অপরদিকে, এদিন বিধাননগরে করোনাযোদ্ধাদের সংবর্ধনা দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তৃণমূলের কাজল ঘোষ। তিনি বলেন, ডাক্তার, নার্স, পুলিস, প্রশাসনের আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা দিয়েছি। এদিকে শহরের চম্পাসরি মোড়ে কোভিড নিয়ে সচেতনতা শিবিরে যোগ দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা হাজির ছিলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashok Bhattacharya

আরো দেখুন