দেশ বিভাগে ফিরে যান

বন্যায় ভাসছে কর্নাটক, ঘুমে কাদা রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী!

September 6, 2022 | < 1 min read

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহরের প্রায় সব রাস্তাই এখন নদী। নৌকায় চেপে যাতায়াত করছেন শহরবাসী। কেউ আবার কোমর-জল রাস্তায় ট্রাক্টরে চেপে কর্মক্ষেত্রে গিয়েছেন।

বন্যাবিধ্বস্ত বেঙ্গালুরুর (Karnataka Flood) পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত তিন দিন ধরে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। জলমগ্ন শহরে বেহাল যাতায়াত ব্যবস্থা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সেখানকার স্বাভাবিক জনজীবন। শুধু তাই বেঙ্গালুরুই নয় কর্নাটকের একাধিক জেলা এখন জলের তলায়।

বন্যাবিধ্বস্ত বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। জলমগ্ন রাস্তায় তাঁর মোটরবাইক পিছলে যায়। জানা গিয়েছে, ওই তরুণীর নাম আখিলা (২৩)। বাইক পিছলে গেলে কাছেই একটি বিদ্যুতের খুঁটি আঁকড়ে ধরতে গিয়েছিলেন তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

এই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বোম্মাই (Basavaraj Bommai) ডেকেছিলেন বন্যা মোকাবিলা বৈঠক। সেই বৈঠকেই ঘুমে ডুবে গেলেন এক মন্ত্রী। কর্নাটক কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে নেটমাধ্যমে। বৈঠক শেষেই কর্নাটক কংগ্রেস দুটি ছবি প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে, রাজ্যের রাজস্ব মন্ত্রী আর অশোকা ঘুমোচ্ছেন। তাঁর আসন মুখ্যমন্ত্রীর আসনের প্রায় মুখোমুখি। ঘটনায় অস্বস্তিতে কর্নাটকের বিজেপি (BJP) সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka, #Bengaluru, #basavaraj bommai, #Karnataka Flood

আরো দেখুন