রাজ্য বিভাগে ফিরে যান

পূরণ হল না লক্ষ্যমাত্রা, বৃষ্টির ঘাটতিতে ধাক্কা খেল দক্ষিণবঙ্গের ধানচাষ

September 7, 2022 | < 1 min read

পূরণ হল না লক্ষ্যমাত্রা। দক্ষিণবঙ্গে টার্গেটের প্রায় ১৩  শতাংশ কম জমিতে ধানের চারা রোপণ করা হল। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে ৩৫ লক্ষ ৯০ হাজার হেক্টর জমিতে ধানচাষের লক্ষ্যমাত্রা নিয়েছিল রাজ্য কৃষিদপ্তর। কিন্তু তথ্য বলছে, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৩১ লক্ষ হেক্টরের কিছু বেশি জমিতে চারা রোপণ হয়েছে। ২০২১ সালে ৩৫ লক্ষ হেক্টর জমিতে ধান রোপণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। লক্ষ্যমাত্রার প্রায় ১১ শতাংশ কম জমিতে চারা রোপণ করা গিয়েছিল। এবার তার পরিমাণ বেড়ে ১৩ শতাংশ হল। স্পষ্টতই, বিগত বছরের তুলনায় এবার খরিফ মরশুমে দক্ষিণবঙ্গে ২ শতাংশ কম জমিতে চারা রোপণ হয়েছে।

অন্যদিকে, কৃষিদপ্তরের আধিকারিকদের মতে, আগস্টের পর আর নতুন করে ধানের চারা রোপণ খুব একটা বাড়বে না। এবার বৃষ্টির ঘাটতির কারণেই খরিফ মরশুমে দক্ষিণবঙ্গে ধানচাষের জমির পরিমাণ কমেছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলায় বৃষ্টিপাত অনেক কম হয়েছে। সেই জেলাগুলিতেই ধান চাষ কম হয়েছে। বীরভূমে ২ লক্ষ ৯৪ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও, মাত্র ১ লক্ষ ৭৬ হাজার ৪৭০ হেক্টর ধানের রোপণ হয়েছে। পরিসংখ্যানে দাঁড়ায় প্রায় ৬০ শতাংশ। মুর্শিদাবাদে ১ লক্ষ ৮৮ হাজার হেক্টরের কথা থাকলেও ৭০ শতাংশ, ১ লক্ষ ৩২ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। তবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ইত্যাদি জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানচাষ হয়েছে। উত্তরবঙ্গের ধানচাষ লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছে। সেখানে লক্ষ্যমাত্রা চেয়ে বেশি প্রায় ৬ হাজার হেক্টর জমিতে ধানচাষ​ হয়েছে। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ইত্যাদি জেলায় লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ ধানচাষ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#paddy, #South Bengal, #Paddy Cultivation, #West Bengal

আরো দেখুন