মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠিয়ে পুজোর আগে আবার বাড়তে পারে রেপো রেট?

কেন্দ্রীয় সরকার ভোজ্য তেল অথবা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দিশাহারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৃহস্পতিবার বলেছিলেন, মূল্যবৃদ্ধি সামলানো একা রিজার্ভ ব্যাঙ্ক কিংবা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয়, রাজ্যগুলিরও দায় আছে।

September 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী সপ্তাহেই প্রকাশিত হবে আগস্ট মাসের খুচরো ও পাইকারি মূল্যসূচকের সরকারি পরিসংখ্যান। কিন্তু তার আগেই রয়টার্স, ডয়েশ ব্যাঙ্কের মতো নানান সংস্থার আর্থিক সমীক্ষা ও পূর্বাভাস জানান দিচ্ছে মূল্যবৃদ্ধির হার ফের ৭ শতাংশ স্পর্শ করতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক মহলের অনুমান মূল্যবৃদ্ধির হার ৬.৯ থেকে ৭.১ শতাংশের মধ্যে থাকতে পারে বলে। মনে করা হচ্ছে, ত্রৈমাসিক মূল্যবৃদ্ধির গড় হতে পারে ৭ শতাংশ।

জুলাইতে মূল্যবৃদ্ধির হার কমার পর আশা করা হয়েছিল এই মাসে তা আরও কমবে। কিন্তু নিত্যপণ্যের দাম আগস্ট মাস থেকে ফের চড়তে শুরু করেছে। খাদ্যশস্যের দাম বেড়েই চলেছে। সেই কারণেই আর্থিক মহলের বিশ্লেষণ করে বলছে পুজোর মুখে মূল্যবৃদ্ধির হার বেড়ে যাচ্ছে। উত্তর ভারতজুড়ে প্রবল তাপপ্রবাহ এবং অনিয়মিত বর্ষার কারণে ধান, গম, ডালের ফলন মার খেয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার ভোজ্য তেল অথবা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দিশাহারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৃহস্পতিবার বলেছিলেন, মূল্যবৃদ্ধি সামলানো একা রিজার্ভ ব্যাঙ্ক কিংবা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয়, রাজ্যগুলিরও দায় আছে।

উৎসবের মরশুমের ঠিক আগে এভাবে ফের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনে আঁচ লাগবে। মূল্যবৃদ্ধির হার যদি এভাবে লাগাতার ঊর্ধ্বগামী হতে থাকে, তাহলে রিজার্ভ ব্যাঙ্ক পুনরায় বাড়াতে পারে রেপো রেট (Repo rate)। রেপো রেট বাড়ানো হলে ফলে ব্যাঙ্ক ঋণের সুদের হার আরও বাড়বে। স্বাভাবিকভাবেই বাড়বে বাড়ি-গাড়ির ঋণ পরিশোধের মাসিক কিস্তির অঙ্ক। আরও চাপ বাড়বে মধ্যবিত্তের ওপর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen