সাফল্যের নয়া পালক বাংলার মুকুটে, আন্তর্জাতিকস্তরে দেশসেরা রাজ্যের পড়ুয়ারা
সাফল্যের নয়া পালক বাংলার মুকুটে।
Authored By:

সাফল্যের নয়া পালক বাংলার মুকুটে। আবারও দেশসেরা বাংলা। বিশ্বের দরবারে নূন্যতম দক্ষতার মাপকাঠির গণ্ডিকেও ছাপিয়ে গেল বাংলার পড়ুয়ারা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সমীক্ষা রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। এনসিআরটির সমীক্ষা জানাচ্ছে, দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলার ছাত্র-ছাত্রীরা।
বাংলার পড়ুয়াদের সাফল্যের কথা টুইট করে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, “অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, দেশের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছে বাংলা। আন্তর্জাতিকস্তরে ন্যূনতম দক্ষতার মাপকাঠিতে দেশের অন্যান্য রাজ্যগুলিকে ছাপিয়ে গিয়েছে বাংলার পড়ুয়ারা।” এর পাশাপাশি সকল ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং শিক্ষামহলকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।