গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ৬৪২২ জন, মৃত্যু ৩৪ জনের
একদিনে করোনায় মৃত ৩৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২৫০ জন।
September 15, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস ও পজিটিভিটি রেট।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪২২ জন। পজিটিভিটি রেট ২.০৪ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.১ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৬ হাজার ৩৮৯ জন। একদিনে করোনায় মৃত ৩৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২৫০ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ৮৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৪৮ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।