টেনিসের মায়াবী বৃত্ত ছাড়ার সিদ্ধান্ত নিলেন সবুজ কোর্টের রাজা রজার ফেডারার

তাঁর কোর্টে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা।

September 15, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

তাঁর কোর্টে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। এবার নিজেই টেনিসকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন সবুজ কোর্টের রাজা রজার ফেডারার।


নেটমাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক, ৪১ বছর বয়সী রজার ফেডারার। তিনি লিখেছেন, ‘গত তিন বছরে অনেক বাধার সম্মুখীন হয়েছি। বার বার চোট এবং অস্ত্রোপচার হয়েছে। খেলায় ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা এবং কত দূর পর্যন্ত টানতে পারব, সেটাও জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যত পরিস্কার বুঝতে পেরেছি। এখন আমার ৪১ বছর বয়স। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। আমি যা ভেবেছিলাম, টেনিস আমাকে তার থেকেও বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ, সেটা এ বার বুঝতে পেরেছি।’


লন্ডনে পরের সপ্তাহ থেকে শুরু হতে চলেছে লাভের কাপ। আর সেটাই ফেডেরারের শেষ এটিপি ইভেন্ট। এর পরেও তিনি অবশ্য টেনিস খেলবেন। টেনিসের সঙ্গে সম্পর্ক তাঁর থাকবে। কিন্তু গ্র্যান্ড স্লামে আর দেখা যাবে না ফেডারারকে। কয়েকদিন আগেই সেরেনা উইলিয়ামস খেলা ছেড়েছিলেন, এবার ফেডেক্সও সরলেন টেনিসের মায়াবী বৃত্ত ছেড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen