← বিবিধ বিভাগে ফিরে যান
দেবশিল্পীর নির্মাণ নজির
মনে করা হয় বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তাই তাঁকে দেবশিল্পী বলা হয়। বিশ্বকর্মার এক হাতে থাকে দাঁড়িপাল্লা, যার একটি পাল্লা জ্ঞান এবং আরেকটি কর্মের প্রতীক। অন্য হাতগুলিতে থাকে হাতুড়ি ও নির্মাণশিল্পের যন্ত্রপাতি। এই দিয়েই একের পর এক নির্মাণ করেছিলেন দেবশিল্পী।
বিশ্বকর্মার অমর সৃষ্টির তালিকা:
শ্রীকৃষ্ণের দ্বারকা
কৌরব এবং পাণ্ডবদের হস্তিনাপুর
পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ
রাবণের স্বর্ণলঙ্কা
বিষ্ণুর সুদর্শন চক্র
মহাদেবের ত্রিশূল
মহিষাসুরমর্দিনীর তীক্ষ্ণ বর্শা, অভেদ্য কবচ
দধীচি মুনির অস্থি দিয়ে ইন্দ্রের বজ্র
পুরীর জগন্নাথ দেবের মূর্তি
কুঞ্জর পর্বতে অগস্ত্য মুনির ভবন
কুবেরের অলকা পুরী ও দিব্য বিমান
দেবপুরী
বেহুলার বাসর ঘর
কংসের কারাগার