কলকাতা বিভাগে ফিরে যান

ডিসেম্বরে হতে চলছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

September 17, 2022 | < 1 min read

ফাইল ছবি

একটা সময় নভেম্বর মাসের ১০-১৭ তারিখ বাধা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। সেই উৎসবের তারিখ এখন পিছিয়েছে।


করোনার প্রকোপে অনেক কিছুই বদলেছে। তবু এবার সেসব কাটিয়ে সিনেমায় মজবে সিনেআস্তরা।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট বলছে এবছর ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সাধারণত নভেম্বর মাসে চলচ্চিত্র উৎসব হত। এবার ১ মাস পিছিয়ে গেল সেই উৎসব। উল্লেখ্য, ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করোনার দাপটে পিছিয়ে এবছরের ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত হয়েছিল।

২০২১ সালে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য স্থগিত হয়ে যায় চলচ্চিত্র উৎসব। চলতি বছর জানুয়ারি মাসে তা অনুষ্ঠিত হয়েছে। একই বছর দু’বার চলচ্চিত্র উৎসব আয়োজন না করে, তাই ২৮তম উৎসবের জন্য পরের বছর জানুয়ারি মাস বেছে নেওয়া হয়েছে।

শোনা যাচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সদ্যপ্রয়াত বিশ্ববিখ্যাত পরিচালক জঁ লুক গদার ও মৃণাল সেনের স্মরণে বেশ কিছু সিনেমা দেখানো হতে পারে। চলতি বছরেই শতবর্ষ উদযাপন হওয়ার কথা ‘ভুবন সোম’, ‘খারিজ’, ‘কলকাতা ৭১’-এর নির্মাতা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের৷

TwitterFacebookWhatsAppEmailShare

#KIFF, #kiff 2022, #Kolkata International Film Festival 2022

আরো দেখুন