আবার বাংলার জয়, এবার দেশের অন্যতম সেরার শিরোপা পেল দার্জিলিংয়ের চিড়িয়াখানা

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের মধ্যে অন্যতম সেরা চিড়িয়াখানার শিরোপা পেল

September 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Dreamstime

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের মধ্যে অন্যতম সেরা চিড়িয়াখানার শিরোপা পেল। সেন্ট্রাল জু অথারিটি অফ ইন্ডিয়া গত ১০ সেপ্টেম্বর দার্জিলিংয়ের চিড়িয়াখানাকে দেশের অন্যতম চিড়িয়াখানা হিসেবে ঘোষণা করে। ক্যাপটিভ বৃডিং বা কৃত্রিম প্রজননের জন্য শুধু দেশ নয় এশিয়া মহাদেশেও সমাদৃত দার্জিলিংয়ের চিড়িয়াখানা।

১৯৫৮ সালে এই চিড়িয়াখানাটি স্থাপিত হয়। তারপর ১৯৭৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই চিড়িয়াখানার নাম করেন পদ্মজা নাইডু জুলজিকাল পার্ক। মোট ৬৭.৫৬ একরের ওপর ৭০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটি রেড পাণ্ডা, তিব্বতি ভাল্লুক ও স্নো লেপার্ড এবং ক্লাউডেড লেপার্ডের জন্য বিখ্যাত। এছাড়াও টিবেটিয়ান উলফ, হিমালয়ান থাড়, ব্লু শিপ, স্যালাম্যান্ডার ইত্যাদি প্রাণী দেখার সুযোগ আছে এই চিড়িয়াখানায়। লুপ্তপ্রায় রেড পাণ্ডা, স্নো লেপার্ড সংরক্ষন করা শুরু হয় এই দার্জিলিং চিড়িয়াখানায়।

উল্লেখ্য, ২০১৪ সালে দার্জিলিং চিড়িয়াখানা পেয়েছিল আন্তর্জাতিক সন্মান দ্যা আর্থ হিরোস হিসাবে শিরোপা ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen