রাজ্য বিভাগে ফিরে যান

রসবোধ ফিরছে বঙ্গ রাজনীতিতে, ‘ডোন্ট টাচ মাই বডি’ টিশার্টে কাকে খোঁচা?

September 18, 2022 | < 1 min read

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার টিশার্টে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! ক্রমেই বঙ্গ রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে টিশার্ট। গেরুয়া বাহিনীকে টিশার্ট অস্ত্রেই মাত দিচ্ছে তৃণমূল। তৃণমূল কর্মীদের টিশার্টে লেখা ‘ডোন্ট টাচ মাই বডি’। যদিও তৃণমূল নেতাদের বক্তব্য নেতাহই সচেতনতা ছড়াতে এমনটা করা। পুজোর সময় রাস্তায়, বাজারে বা মণ্ডপে ভিড় থেকে দূরে থাকার পরামর্শ এবং করোনা সংক্রান্ত সতর্ক বার্তা দিতেই তারা এমন টিশার্ট পরছেন।

প্রসঙ্গত, নবান্ন অভিযানের দিন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারি মহিলা পুলিশের উদ্দেশ্যে এই ‘ডোন্ট টাচ মাই বডি’ বাক্যটি ব্যবহার করেছিলেন। তা নিয়েই ১৬ সেপ্টেম্বর থেকে আসরে নেমেছে যুব তৃণমূল। বাজারসহ নানান জায়গায় যুব তৃণমূল কর্মীরা ওই টিশার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল লেখা গেঞ্জি পরে বাজারও করছেন আবার জনসাধারণ দূরত্বে থাকার পরামর্শ দিচ্ছেন।

বিরোধী দলনেতার ডোন্ট টাচ মাই বডি মন্তব্যের উত্তাল হয়েছিল বিধানসভাও। বিধানসভায় তৃণমূল বিধায়করা পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন। পোস্টারগুলিতে লেখা, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, মোদিজির ইঞ্চি ছাতির Tale’, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, অল ইওর পলিসিস উইল ফেইল’, ‘আচ্ছে দিনের সরকার ইজ এ ফেয়ারিটেইল, ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’

বিজেপিও পাল্টা হাঙ্গামা শুরু করে, দু-পক্ষের স্লোগান তরজায় অধিবেশন কক্ষে উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই ওয়াক-আউট করে বিধানসভা কক্ষের সামনে সিঁড়ির উপর বসে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। তারপরই তৃণমূল বিধায়করাও গোটা বিধানসভা চত্বর জুড়ে মিছিল করেন। বিধানসভা চত্বরে হইহট্টগোলের সৃষ্টি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #tmc, #Dont touch my body

আরো দেখুন