মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন র‌্যাপার কাইনি ওয়েস্ট

এবার রাজনীতিতে ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন র‌্যাপার কাইনি ওয়েস্ট।

July 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সঙ্গীত জগতে নিজের প্রতিষ্ঠা পেয়েছেন। এবার রাজনীতিতে ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন র‌্যাপার কাইনি ওয়েস্ট। স্থানীয় সময় শনিবার, আমেরিকার স্বাধীনতা দিবসের দিন তিনি টুইটারে লিখেছেন,‘ঈশ্বরে বিশ্বাস রেখে আমেরিকার প্র‌তি প্রতিজ্ঞাকে আমাদের বুঝতে হবে, ভবিষ্যত তৈরির জন্য আমাদের লক্ষ্য একত্রিত করতে হবে। আমি প্রেসিডেন্ট পদে লড়ছি।’‌ হ্যাশট্যাগ ২০২০ ভিশন স্লোগান দিয়ে টুইট পোস্ট শেষ করেছেন সোশ্যালাইট কিম কার্ডেশিয়ানের স্বামী।

কিম কার্ডেশিয়ানের স্বামী, র‌্যাপার কাইনি ওয়েস্ট ছবি:‌ এএনআই  ‌

এর আগেও বেশ কয়েকবার প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শিল্পী। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক কাইনি অবশ্য তাঁর সমালোচকদের কাছে পরিষ্কার করেছেন যে রাজনীতিতে নামার কারণে যে তাঁর সঙ্গীতজীবন শেষ হয়ে যাবে, তা যেন কেউ না মনে করেন। কাইনি সত্যিই প্রেসিডেন্ট পদে লড়ছেন কিনা, বা কোনও দলের হয়ে লড়বেন নাকি নির্দল প্রার্থী হিসেবে, সেবিষয়ে এখনও কিছুই খোলসা করেননি তিনি। এমনকি ভোটে লড়ার জন্য যে নির্দিষ্ট কাগজপত্র দাখিল করতে হয় সেসব কিছুও করেননি এখনও কাইনি। যদিও এখনও অনেক স্টেটেই নির্দল প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি। তবে শনিবার তাঁর ওই টুইট পোস্ট আপলোড হতে না হতেই হু হু করে ‘‌লাইক’ পড়েছে তাতে। ইতিমধ্যেই আড়াই লক্ষবার সেটি রিটুইট হয়েছে এবং পাঁচ লক্ষ ‘‌লাইক’‌ পড়েছে।‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen