খেলা বিভাগে ফিরে যান

ছবি তুলতে উদগ্রীব রাজ্যপাল ঠেলে সরাচ্ছেন জয়ী অধিনায়ক সুনীলকে, দেখুন ভিডিও

September 19, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

ছবি তুলতে ব্যাস্ত বাংলার নয়া রাজ্যপাল। তিনি ছবি তুলবেন তাই বিজয়ী অধিনায়ককেই সরতে হবে! গতকাল ডুরান্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটল বিপত্তি। এবার ডুরান্ড কাপ জিতেছে বেঙ্গালুরু এফসি। মুম্বই সিটি এফসিকে হারিয়ে ট্রফি নিতে গিয়েছিলেন সুনীল। কিন্তু ট্রফি ধরতেই সুনীলকে সরিয়ে দিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন। কারণ তিনি ছবি তুলবেন! তাতেই সরতে হল জয়ী অধিনায়ক সুনীল ছেত্রীকে।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মুহূর্তে তা ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিজয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন রাজ্যপাল। তখনই ফটো তুলছেন ফটোগ্রাফাররা। ভিডিওতে দেখা গিয়েছে, ছবিতে যাতে নিজেকে দেখা যায়, সে জন্যে বিজয়ী দলের অধিনায়ককে ঠেলে সরিয়ে দিচ্ছেন লা গণেশন।

এরপরেই নেটদুনিয়া জুড়ে ওই ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে। ভারত অধিনায়কের সঙ্গে এমন আচরণ করায়, ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#la ganesan, #Controversy, #Sunil Chhetri, #Indian Football

আরো দেখুন