পাহাড়ের পঞ্চায়েত পুনর্বিন্যাসে বিল আসছে বিধানসভায়

শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি।

September 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। পাহাড়েও চলছে নির্বাচনের প্রস্তুতি। প্রস্তুতি সারতে প্রশাসনিক মহলেও তৎপরতা চলছে। পাহাড়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে ভোটারের সংখ্যা বাড়ানো হচ্ছে। খবর মিলছে, কতজন ভোটারের জন্যে একজন জনপ্রতিনিধি থাকবে, বিধানসভায় সেই সংক্রান্ত বিল আসতে চলেছে।

পাহাড়ে জিটিএ নির্বাচন হয়েছে, কিছু দিন আগেই দার্জিলিং পুরসভার ভোট হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের পালা। পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইলেকশন সংশোধনী বিল ২০২২ আনা হচ্ছে। বিলে কেবল পার্বত্য এলাকার ক্ষেত্রেই জানানো হয়েছে। পঞ্চায়েত এলাকায় কতজন ভোটদাতার জন্য একজন জনপ্রতিনিধি থাকবেন, সেই বিষয়েই এই বিল। পাহাড়ি এলাকায় গ্রাম পঞ্চায়েতগুলিতে ৭০০ জন ভোটার প্রতি একজন করে জনপ্রতিনিধি থাকবেন।

পাহাড়ি এলাকা বাদে সেই অঞ্চলের সমতলের গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে ৯০০ জন ভোটার পিছু একজন করে জনপ্রতিনিধি থাকবেন। সংশোধনী বিল অনুযায়ী, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বা পার্বত্য এলাকায় প্রতি ৩০০০ জন ভোটদাতা পিছু একজন করে জনপ্রতিনিধি থাকবেন। পঞ্চায়েত সংক্রান্ত সংশোধনী বিলে দার্জিলিং ছাড়াও কালিম্পং জেলাকে অর্ন্তভুক্ত করা তার বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বিধানসভার চলতি অধিবেশনে ২২ সেপ্টেম্বর পঞ্চায়েত সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen