যুদ্ধকালীন তৎপরতায় নভেম্বরের মধ্যে গ্রামোন্নয়নের কাজ শেষ করার নির্দেশ নবান্নর
শিওরে পঞ্চায়েত নির্বাচন। দ্রুত গতিতে শেষ করতে হবে কাজ। কাজ শেষ করার সময়ও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ শেষ করতে হবে। রাজ্যের নির্দেশ নভেম্বরের মধ্যেই বরাদ্দের অন্তত ৬০ শতাংশ টাকার কাজ করে ফেলতে হবে।জেলায় জেলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। গ্রামীণ এলাকায় রাস্তা মেরামতি, পানীয় জলের সমস্যা দূরীকরণসহ একাধিক কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলাগুলি অর্থ কমিশনের দেওয়া টাকার ৫৭ শতাংশের বেশি খরচ করে ফেলেছে। অনেক জেলাই রাজ্যভিত্তিক গড়ের গণ্ডি ছাপিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, এই খাতে অর্থ কমিশন রাজ্যের জেলাগুলিকে মোট ৭,৮৫৪ লক্ষ কোটি টাকা দিয়েছে। সোমবারের রিপোর্টে জানা গিয়েছে, মোট বরাদ্দ করা অর্থের মধ্যে সাড়ে চার হাজার লক্ষের বেশি টাকা খরচ হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের কাজেই টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি অর্থের ৬০ শতাংশ টাকা পানীয় জল এবং স্যানিটেশনে খরচ করা তার বলে জানা যাচ্ছে। ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা, কমিউনিটি শৌচাগার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো ইত্যাদি গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
টাকা খরচে পিছিয়ে থাকা জেলাগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদসহ আরও কয়েকটি জেলা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা খরচের জন্য ওই জেলাগুলিকে পঞ্চায়েত দপ্তর এবং নবান্ন তরফে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে।