বিনোদন বিভাগে ফিরে যান

অস্কার ২০২৩-এ ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করছে ‘ছেল্লো শো’

September 21, 2022 | < 1 min read

‘ছেল্লো শো’

অস্কার ২০২৩ এ ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করবে গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’। অস্কারে মনোনিত হওয়ায় খুশি পরিচালক প্যান নলিন। এই সিনেমার বিষয়বস্তু হল একটি ৯ বছরের গ্রামের ছেলের সিনেমার প্রতি টান এবং তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া।

‘ছেল্লো শো’-তে অভিনয় করেছেন ভবিন রাবারি, ভবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রভল এবং পরেশ মেহতা । সিনেমাটি ইতিমধ্যে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব ও ভাল্লাডলিড চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।

সিনেমাটি অস্কারে মনোনীত হবার পর পরিচালক প্যান নলিন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং জুড়ি সদস্যদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “কখনও ভাবিনি, এমন একটা দিন আসবে । ‘ছেল্লো শো’ মুক্তির শুরু থেকে ভালবাসা পেয়ে আসছে ।”

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #Indian Film, #Chello show, #Oscars, #Gujarati movie

আরো দেখুন