পুজোর আগেই খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে চালু হল জনতা খাদি
খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে পুজোর আগেই রাজ্যবাসীর জন্যে চালু হল জনতা খাদি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জনতা খাদির উদ্বোধন করেন। মন্ত্রী স্বপন দেবনাথ, তাজমুল হোসেন, শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খান এবং প্রশাসনিক আধিকারিক ও পর্ষদের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের বিভিন্ন আউটলেটে দু-হাজার টাকা পর্যন্ত জনতা খাদির জামা-কাপড় পাওয়া যাবে। শাড়ি, পাঞ্জাবী, কুর্তাসহ বিভিন্ন ধরনের পোশাক থাকছে তালিকায়। শহর ও শহরতলি মিলিয়ে কলকাতার বিবাদী বাগ, দক্ষিণাপন, চিনার পার্ক, স্টার মল, সাউথ সিটি মল, বেলঘরিয়ার রথতলায় জনতা খাদি পাওয়া যাবে। বাংলাজুড়ে নানান প্রান্তেও মিলবে জনতা খাদি, বোলপুর, মুর্শিদাবাদ, কল্যাণী, ঝাড়গ্রাম প্রভৃতি এলাকায় জনতা খাদি পাওয়া যাবে। খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খানের কথায়, সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে খাদির জামা-কাপড় কিনতে পারেন সেই জন্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে বাংলার সর্বত্র আরও বেশি করে জনতা খাদি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ।