খেলা বিভাগে ফিরে যান

সৌরভ গাঙ্গুলির ক্রিকেট জীবনের বিভিন্ন রেকর্ড

July 8, 2020 | 2 min read

বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বাংলার এই মহারাজ তাঁর গোটা জীবন ধরেই চড়েছেন একের পর এক সাফল্যের সিঁড়ি। নিজেই রেকর্ড গড়েছেন, আবার নিজেই তা ভেঙেছেন। 

দেখে নেওয়া যাক সৌরভের এমনই কিছু রেকর্ডঃ

১। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটের সব থেকে সফল অধিনায়ক। ২৮ টি টেস্ট ম্যাচে সৌরভ অধিনায়কত্ব করেছেন। যার এগারোটাতেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। সম্প্রতি ২০১৯-এ কোহলি সেই রেকর্ড ভেঙেছেন। 

২। তিনিই ক্রিকেট বিশ্বে একটি ম্যাচে সর্বোচ্চ একক রানের (১৮৩) অধিকারী। 

৩। তিনি বিশ্বের অষ্টম ক্রিকেটার যিনি একদিনের ম্যাচে সর্বাধিক রান করেন। গাঙ্গুলি  একদিনের ম্যাচে ১০,০০০ রান করা দ্বিতীয় প্লেয়ার।

৪। তিনিই সবার আগে ৯,০০০ রান করে রেকর্ড গড়েন। যদিও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার এবি ভিলিয়ার সেই রেকর্ড ভাঙেন। 

৫। বিশ্বে মাত্র পাঁচ জন ক্রিকেটারের মধ্যে তিনি অন্যতম যিনি একদিনের ম্যাচে একই সাথে ১০,০০০ রান করেন, ১০০ উইকেট নেন এবং ১০০ ক্যাচ ধরেন। 

৬। ৯ জনের মধ্যে সৌরভ অন্যতম ক্রিকেটার যিনি একই ম্যাচে সেঞ্চুরি করেন এবং চারটি উইকেট নেন।

৭। ১২ জনের মধ্যে তিনি অন্যতম যিনি একই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন এবং ৫টি উইকেট নেন।

৮। সৌরভ পঞ্চম অধিনায়ক যিনি একটি টেস্ট সিরিজে সর্বাধিক রান করেন।

৯। আইসিসি চ্যাম্পিয়ান ট্রফির ইতিহাসে তিনিই প্রথম প্লেয়ার যিনি ৩টে সেঞ্চুরি করেন। 

১০। আইসিসি চ্যাম্পিয়ান ট্রফির ইতিহাসে তিনি সর্বোচ্চ একক রান (১১৭) করে রেকর্ড গড়েন।

১১। বিশ্বে ১৪ জন ক্রিকেটারের মধ্যে তিনি একজন যারা ১০০-র বেশি টেস্ট ম্যাচ এবং ৩০০-র বেশি একদিনের ম্যাচ খেলেন।

১২। সৌরভ, তাঁর ক্রিকেট জীবনের কৃতিত্বের জন্যে স্পোর্টস স্টার পারসন অফ দ্য ইয়ার, অর্জুন পুরস্কার, সিট ইন্ডিয়ান ক্যাপ্টেন অফ দ্য ইয়ার, পদ্মশ্রী, রামমোহন রায় সম্মানে ভুষিত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Records

আরো দেখুন