২৪ তারিখ রাত থেকে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ট্রেনের আসন সংরক্ষণ
আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫মিনিট থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৫টা ৩০মিনিট পর্যন্ত রেলের সমস্ত রকম আসন সংরক্ষণ বন্ধ থাকবে। অর্থাৎ টিকিট কাটা যাবে না।
এখন অধিকাংশ মানুষই অনলাইনে রেলের টিকিট কাটেন। বাড়িতে বসেই লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেনের টিকিট (Train Tickets) কেটে ফেলেন সকলে। কিন্তু প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে তা বাধাপ্রাপ্ত হতে চলেছে। রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের তথ্য ভান্ডারে কাজ চলার দরুন আগামী ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ৪৫মিনিট থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৫টা ৩০মিনিট পর্যন্ত রেলের সমস্ত রকম আসন সংরক্ষণ বন্ধ থাকবে।
পূর্বাঞ্চলীয় শাখার অন্তর্গত দক্ষিণ পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ পূর্ব মধ্য রেল এবং সীমান্ত রেলের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হচ্ছে। যাত্রীদের সম্ভাব্য অসুবিধার জন্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুঃখ প্রকাশ করা হয়েছে।