গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৪১, সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ
একদিনে ৪ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।
September 26, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৪১ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৩ হাজার ৩৮৭। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৩ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৯৯ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৮৪৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।
একদিনে ৪ হাজার ১০৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.৪৪ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৯৬১টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৪৯ লক্ষ ৮০ হাজার ৭০১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।