কলকাতা বিভাগে ফিরে যান

সিংহি পার্ক থেকে ত্রিধারা, একডালিয়া থেকে বাদামতলা, জমিয়ে থিমের টক্কর

September 27, 2022 | 3 min read

বিগত কয়েক দশক ধরে দুর্গাপুজোয় (Durga Puja 2022) জাঁকিয়ে বসেছে থিমের বাড়বাড়ন্ত। এক পুজো আরেক পুজোকে টক্কর দিতে নেমে পড়েছে লড়াইয়ে। এ বছর সিংহি পার্কে গেলে মিলবে এক টুকরো ছোটবেলার ছবি। বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টেদের নিয়ে সেজে উঠেছে তাদের পুজো মণ্ডপ।

May be an image of 4 people and people standing
পুজোয় সিংহি পার্কের থিম, ছবি সৌজন্যেঃ Sajal Nath

বিখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতেই সিংহি পার্ক পুজো কমিটি এই বিশেষ উদ্যোগ নিয়েছে। দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলির অন্যতম হল সিংহি পার্ক (Singhi Park)। এই পুজো দেখতে প্রত্যেকবারই মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা। এবার আলোকসজ্জাতেও বিশেষ চকম রাখছে সিংহি পার্ক।

দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত বারোয়ারি পুজো হল বাদামতলা (Badamtala) আষাঢ় সংঘ। এবার ৮৪তম বছরে বাদামতলা বারোয়ারির থিম পদাঙ্ক। এই থিমের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনযাত্রাকে তুলে ধরতে চাইছেন পুজো আয়োজকরা। পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। প্রতিমাতে অভিনবত্ব রয়েছে।

দক্ষিণের আরেক পুজো ত্রিধারা সম্মিলনীর (Tridhara Sammilani) এ বছরের থিম দৌড়। পৃথিবীতে কোনও কিছুই স্থির নয়। সবকিছু চলমান। জন্মের পর থেকেই লক্ষ্যে পৌঁছনোর জন্যে আমাদের দৌড় চলে। শিল্পী গৌরাঙ্গ কৈলার সেই ভাবনাই তুলে ধরেছেন মণ্ডপে। থিম, মণ্ডপ ও আলোক সজ্জার পাশাপাশি আরও একটি চমক হল আবহ সঙ্গীত। গায়ক অনিক ধর ত্রিধারা সম্মিলনীর জন্য আবহ সঙ্গীত গেয়েছেন। পুজো মণ্ডপে সারাক্ষণ সেই গান বাজবে। 

ত্রিধারা সম্মিলনীর থিম, ছবি সৌজন্যেঃ Rounak Bhattacharya

কলকাতার সেরা দশটি পুজোর মধ্যে অন্যতম হল একডালিয়ার এভারগ্রিন ক্লাবের (Ekdalia Evergreen Club) দুর্গা পুজো। থিমের লড়াইয়ে নয়, এখানে সাবেকি রূপেই দেবী দুর্গার আরাধনা করা হয়। এই পুজোর অন্যতম চমক দুর্গাপুজোর মণ্ডপ। প্রত্যেকবারই কোনও না কোনও ঐতিহাসিক স্থাপত্য বিশেষ করে কোনও মন্দিরের আদলে এই পুজোর মণ্ডপে তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

একডালিয়ার এভারগ্রিন ক্লাবের দুর্গা পুজো , ছবি সৌজন্যেঃ ekdaliaevergreen/ফেসবুক
TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Durga Puja 2022

আরো দেখুন