যোগীরাজ্যে অব্যাহত দলিত নির্যাতন, শিক্ষকের প্রহারে প্রাণ গেল স্কুল পড়ুয়ার

জীবন দিয়ে ভুল উত্তরের মাশুল দিতে হল নিখিলকে, আদর্শ ইন্টার কলেজের সোশ্যাল সায়েন্সের শিক্ষক অশ্বিনী কুমার নিখিলকে বেধড়ক মারধর করে।

September 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ক্রমেই বেড়ে চলেছে দলিত (Dalit student) নিগ্রহ। যোগীরাজ্যে একেবারেই নিরাপদ নয় দলিত সম্প্রদায়ের মানুষের জীবন। নিত্যদিন উত্তরপ্রদেশে দলিত নির্যাতনের খবর পাওয়া যায়। এবার শিক্ষকের বেদম প্রহারে মৃত্যু হল দলিত সম্প্রদায়ের এক স্কুল পড়ুয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ওই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে৷

জানা গিয়েছে, মৃত বালকের নাম নিখিল দোহরে। পরীক্ষার উত্তরপত্রে বেশ কয়েকটি ভুল উত্তর লিখেছিল ছাত্রটি। জীবন দিয়ে ভুল উত্তরের মাশুল দিতে হল নিখিলকে, আদর্শ ইন্টার কলেজের সোশ্যাল সায়েন্সের শিক্ষক অশ্বিনী কুমার নিখিলকে বেধড়ক মারধর করে। বেদম প্রহারের চোটে গুরুতর আহত হয় ছাত্রটি। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক উচ্চবর্ণের ঠাকুর সম্প্রদায়ের। ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক অশ্বিনী কুমারের খোঁজ নেই।

গত ৭ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় লিখিলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমশ অবস্থার অবনতি হয়। আউরাইয়ার পুলিশ সুপারের তরফে জানা গিয়েছে, ২৪ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষক অশ্বিনী কুমারের বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করেন মৃত ছাত্রের বাবা৷ যদিও অভিযুক্ত শিক্ষকের খোঁজ মেলেন। পুলিশ অনুসন্ধানের জন্যে ইতিমধ্যেই দল গঠন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen