বিনোদন বিভাগে ফিরে যান

তৈরি হতে চলেছে মেহতাব হোসেনের বায়োপিক, মুক্তি আগামী বছর

September 27, 2022 | < 1 min read

বেশ কয়েক বছর ধরেই বায়োপিক তৈরির ধুম পড়েছে বলি ও টলি পাড়ায়। এবার তৈরি হতে চলেছে কলকাতা ময়দানের দুই প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক। আগামী বছর তা মুক্তি পেতে পারে। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক বৈঠক করে মেহতাব হোসেনের বায়োপিকের কথা ঘোষণা করা হয়। ছবি নাম মেহতাব, পরিচালনা করছেন বাপ্পা।

সিনেমাটির প্রযোজনা করছে ধাগা প্রোডাকশনস। যদিও মেহতাবের চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। মেহতাবের কথায়, যেকোনও ফুটবলারের জীবন নিয়ে সিনেমা তৈরি হওয়া অত্যন্ত গর্বের বিষয়। কলকাতা ময়দানের দুই প্রধানেই চুটিয়ে খেলেছেন মেহতাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#footballer, #Mehtab Hossain, #Football, #Indian team, #Biopic

আরো দেখুন