পুজোয় ভিজতে পারে কলকাতা, পুলিশ কর্মীদের বর্ষাতি সঙ্গে রাখার নির্দেশ
কোভিড পরবর্তী সময়ে এবছর ঠাকুর (DurgaPuja2022) দেখার বিশেষ কোনও বিধিনিষেধ থাকছে না। কলকাতার বসে, মেট্রোরেলে কচিকাঁচাদের প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার প্লানিং, খাবার প্লানিংয়ের কথা ভেসে আসছে। সেই প্লানিং অবশ্য মুখ চেয়ে আছে আকাশের দিকে। এ বছরের পুজোর খলনায়ক হবার সমূহ সম্ভবনা ঘূর্ণাবর্ত। পূর্ব-মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ ঘণীভূত হচ্ছে এই ঘূর্ণাবর্ত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জন্যই রবিবার, অর্থাৎ সপ্তম থেকেই থেকে বৃষ্টি (Rain) হতে পারে দক্ষিণবঙ্গে। জল-কাদায় ডুবতে পারে পুজোর মাঠ, রাস্তা।
আজ বুধবার থেকেই আবার শুরু হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, তৃতীয়ায় বৃষ্টি হতে পারে সব জায়গায়ই।
এদিকে কলকাতায়,মঙ্গলবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুলিশের পদস্থ কর্তা ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন, পুজোর ডিউটিতে সব পুলিশকর্মী (Kolkata Police) ও আধিকারিকের হাতে থাকতে হবে বর্ষাতি। আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পুজোয় ভাসতে পারে কলকাতা। ফলে বৃষ্টির মধ্যেই ডিউটি করার সময় জলে ভিজে যাতে পুলিশকর্মীদের শরীর খারাপ না হয়, তার জন্যই এই নির্দেশ।