বিনোদন বিভাগে ফিরে যান

‘XXX’ সিজন-২ ঘিরে বিতর্ক, প্রযোজক একতা কাপুর ও তার মায়ের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা

September 29, 2022 | < 1 min read

প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। ​ওয়েব সিরিজে সৈনিকদের অপমান করার অভিযোগ উঠল একতার বিরুদ্ধে। আদালত একতার মায়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

একতা কাপুর (Ekta Kapoor) প্রযোজিত ওয়েব সিরিজ ‘XXX’ সিজন-২ ঘিরে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছে। আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন একতা। সমাজ মাধ্যমে ‘XXX’ সিজন-২ সিরিজের নানান দৃশ্যের ভিডিও ভাইরাল হচ্ছে। আর্টিস্টিক লিবার্টির গন্ডী কি অতিক্রম করেছেন একতা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২০ সাল মুক্তি প্রাপ্ত সিরিজের প্রথম সিজন নিয়ে অভিযোগ উঠেছিল। নেটপাড়া সরব হয়েছিল, কেন এক সৈনিকের পরিবারকে নিয়ে এমন দৃশ্য দেখানো হল। বেগুসরাইয়ের বাসিন্দা জনৈক শম্ভু কুমার ‘XXX’ সিজন-২ নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন। প্রাক্তন সেনাকর্মী শম্ভু কুমারের অভিযোগ, ‘XXX’ সিজন-২-তে এক সৈনিকের স্ত্রীকে নিয়ে বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা তাদের ভাবাবেগে আঘাত করেছে। এতে সেনার পোশাকেরও অপমান করা হয়েছে বলে দাবি করেন ওই প্রাক্তন সেনাকর্মী। তখন শোনা গিয়েছিল, সিরিজ থেকে ওই দৃশ্য বাদ দিয়ে দেওয়া হবে। আদালতের সমনের পরেও একতা ও তাঁর মা শোভা কাপুর হাজিরা এড়ানোয়। আদালত তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি।

মামলাকারী শম্ভু কুমারের আইনজীবী হৃষিকেশ পাঠক জানিয়েছেন, শম্ভু কুমারের অভিযোগের ভিত্তিতে একতা ও তাঁর মাকে সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু নির্ধারিত সময়ে হাজিরা না দেওয়ায় তাঁদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসঙ্গত, সিরিজটি ALTBalaji-তে মুক্তি পেয়েছিল। এটি একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম। একতার মা শোভা কাপুরও (Shobha Kapoor) বালাজি টেলিফিল্মসের অংশীদার হওয়ায় দুজনের নামের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Shobha Kapoor, #XXX, #Bihar Court, #ekta kapoor

আরো দেখুন