কলকাতা বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজে বরাদ্দ অর্থ মিলছে না, কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের

September 29, 2022 | < 1 min read

কেন্দ্রের বরাদ্দ অর্থ না পা‍ওয়ার কারণে রাজ্যে গ্রামোন্নয়নের কাজ ব্যহত হচ্ছে। একাধিকবার রাজ্য সরকারের তরফে এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে একাধিকবার এই বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকেও বিষয়টি উথ্থাপন করেছেন। কিন্তু তারপরে কেন্দ্রের বরাদ্দ অর্থ ঠিক মতো পাচ্ছে না রাজ্য। ফলে এ রাজ্যে থমকে গিয়েছে ১০০ দিনের কাজ (100 Days Work)।

এবার এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। এই মমলায় কেন্দ্রকে পাঠানো মুখ্যমন্ত্রীর চিঠির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬০০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এর ফলে রাজ্যের কাজ করতে অসুবিধা হচ্ছে।

এই মামলাটি আদালতে গৃহীত হয়েছে। শুনানি কবে হবে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে আদালত সূত্রে খবর, পুজোর পরে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #West Bengal, #Mamata Banerjee, #Narendra Modi, #100 days Work

আরো দেখুন