বিশ্ব বাংলা শারদ সম্মান পেল ৯৯টি দুর্গাপুজো, প্রত্যেকটিই থাকবে কার্নিভালে
বিশ্ব বাংলা শারদ সম্মান পেল কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী শহরতলি এলাকার ৯৯টি দুর্গাপুজো। অন্যান্য বছরের মতোই এবারেও ষষ্ঠীর দিন রাজ্য সরকারের তরফে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, দপ্তরের সচিব শান্তনু বসু এবং তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায় শনিবার গতকাল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, বরানগর পুরসভা এবং দক্ষিণ দমদম পুরসভা এলাকা মিলিয়ে বিশ্ব বাংলা শারদ সম্মানের দৌড়ে ছিল মোট ৫৪১টি পুজো। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, টালা প্রত্যয়, হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবসহ ৪২টি পুজো বিশ্ব বাংলা শারদ সম্মান ‘সেরার সেরা’ সম্মান পেয়েছে। ‘সেরা ভাবনা’ বিভাগে বেহালা উত্তর হালপাড়া ক্লাব, উল্টোডাঙা বিধান সংঘ, চালতাবাগান সর্বজনীনসহ ২০টি পুজো পুরস্কৃত হয়েছে। কুমোরটুলি সর্বজনীন, যুব মৈত্রী, টালা বারোয়ারি, অজেয় সংহতি, সল্টলেক এফ ডি ব্লক সর্বজনীনসহ ১৬টি পুজো কমিটি জিতে নিয়েছে ‘সেরা পরিবেশ বান্ধব’ পুজোর শিরোপা। বাটাম ক্লাব, ২১ পল্লি, স্বাধীন ক্লাব, ৬৮ পল্লিসহ ২১টি পুজো বিশেষ পুরস্কার পেয়েছে।
কলকাতায় বিশ্ব বাংলা শারদ সম্মান বিজয়ী পুজোগুলি, সকলেই রেড রোড কার্নিভালে অংশগ্রহণ করবে। এদিন জেলাতেও বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকদের নাম ঘোষণা হয়েছে। এবার জেলার ১২৩৯টি পুজোর মধ্যে বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে ২৮৯টি পুজো।
বিশ্ব বাংলা শারদ সম্মান বিজয়ী জেলার পুজোগুলির নাম জানতে ক্লিক করুন লিঙ্কে: https://bbss.wb.gov.in/images/2022/BBSS_Result_2022_0110.pdf