বাতাসে বিপদ থাকতে পারে, মানছে হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঘুরিয়ে স্বীকার করে নিল, বায়ুবাহিত সংক্রমণের পক্ষে তথ্যপ্রমাণ আসছে তাদের কাছে

July 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৪ ঘণ্টাও কাটল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ঘুরিয়ে স্বীকার করে নিল, বায়ুবাহিত সংক্রমণের পক্ষে তথ্যপ্রমাণ আসছে তাদের কাছে। তারা সেগুলি পরীক্ষা করে দেখতেও রাজি।

সোমবার ৩২টি দেশের ২৩৯ জন গবেষক নিউ ইয়র্ক টাইমসে চিঠি দিয়ে দাবি করেছিলেন, বাতাসে অতি-ক্ষুদ্র কণার (এরোসল ড্রপলেট) মাধ্যমেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, যাকে বলে বায়ুবাহিত সংক্রমণ বা ‘এয়ারবোর্ন ট্রান্সমিশন’। এই যুক্তিতে ভর করে করোনা নিয়ে হু-এর নির্দেশিকা বদলেরও দাবি তুলেছিল বিজ্ঞানীদের দলটি। কিন্তু হু করোনাকে বায়ুবাহিত রোগ বলতে রাজি হয়নি। হু-এর সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিভাগের প্রযুক্তিগত প্রধান বেনেদেত্তা অ্যালেগ্রাঞ্জি বলেন, ‘গত দু’মাসে আমরা বেশ কয়েক বার বলেছি যে, আমরা মেনে নিচ্ছি বাতাসের মাধ্যমে করোনার সংক্রমণের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার প্রমাণ এখনও ততটা জোরালো এবং স্পষ্ট নয়। এ নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।’

মঙ্গলবার কিন্তু সেখান থেকে অনেকটাই সরে এসেছে হু। বেনেদেত্তা এবং কোভিড-১৯ সংক্রমণ নজরদারির দায়িত্বে থাকা বিজ্ঞানী মারিয়া ফন কেরখোভে একযোগে জানিয়েছেন, ‘বায়ুবাহিত ট্রান্সমিশন এবং এরোসল ট্রান্সমিশন যে কোভিড-১৯ সংক্রমণের অন্যতম মাধ্যম হতে পারে, সেই সম্ভাবনা নিয়ে আমরা ক্রমাগত কথা বলছি। আমরা মানছি যে এ ক্ষেত্রে নতুন তথ্যপ্রমাণ আসছে। সুতরাং, আমাদের মন খোলা রেখে ওই তথ্যপ্রমাণ যাচাই করে তার প্রভাব খতিয়ে দেখতে হবে। সেইমতো সতর্কতা নিতে হবে।’ ঘটনা হল, করোনা যদি বায়ুবাহিতই হয়, তা হলে কিন্তু ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’ ব্যাপারটাই অর্থহীন হয়ে পড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen