লক্ষ্মীপুজোয় বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর
দুর্গাপুজো শেষ হয়েছে ঠিকই। তবে উৎসব সবে শুরু হয়েছে বাংলায়। শনিবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। রবিবার কোজাগরী লক্ষ্মীর আরাধনা করবে বাঙালি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, লক্ষ্মীপুজো (laxmi Puja) পর্যন্ত বৃষ্টি হবে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে।
পুজোর পাঁচদিনই কমবেশি বৃষ্টি (Rain) হয়েছে কলকাতার নানা প্রান্তে। কখনও ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিন্তু এখনই দক্ষিণবঙ্গের ভাগ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। কারণ ঘূর্ণাবর্ত এখনও চোখ রাঙাচ্ছে। আছে নিম্নচাপ অক্ষরেখাও। যার জেরে আগামী চার-পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘‘বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরপ্রদেশ পর্যন্ত।’’সেই অক্ষরেখার জেরেই আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না বাংলা থেকে।