ভারতের আর্থিক বৃদ্ধির হার বাড়ার সম্ভাবনা নেই, সাফ জানাচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

চলতি বছরের জুন মাসে বিশ্ব ব্যাঙ্ক গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল।

October 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মোদী আমলে তলানিতে ভারতের অর্থনীতি। ভারতের আর্থিক বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। এখনও করোনা সংক্রমণের ধাক্কা পুরোপুরি সামলে উঠতে পারেনি দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেই ক্ষত আরও বিষিয়ে উঠেছে। যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে। বিশ্ব ব্যাঙ্ক সাফ জানাচ্ছে, ভারতে আর্থিক বৃদ্ধিতে কোনরকম ইতিবাচক সম্ভাবনা নেই। সদ্যই হওয়া দক্ষিণ এশিয়ার অর্থনীতি বিষয়ক বৈঠকে বিশ্ব ব্যাঙ্ক ভারতের অর্থনীতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। তাদের ধারণা, চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশে নেমে আসতে পারে।

চলতি বছরের জুন মাসে বিশ্ব ব্যাঙ্ক গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্টে অনুমান করা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশে পৌঁছে যেতে পারে। কিন্তু মাত্র তিন চার মাসের মধ্যেই পুরো ছবিটা পাল্টে গেল, অধুনা পূর্বাভাসে বলা হচ্ছে আর্থিক বৃদ্ধির হার ১ শতাংশ কমে গেল। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টে বিশ্ব ব্যাঙ্ক তরফে দাবি করা হয়েছিল, ২০২২-২৩ অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮.৭ শতাংশ হতে পারে। কিন্তু এ বছরের এপ্রিল মাসে বিশ্ব ব্যাঙ্কের সংশোধিত রিপোর্টে বলা হয়েছিল, দেশের আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশ হতে পারে। জুন আরও ০.৫ শতাংশ তা কমানো হয়েছিল। আর এবার একবারে ১ শতাংশ কমানো হল। সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি লাগাতার ধাক্কা খেয়েছে। উন্নত দেশগুলির আর্থিক বৃদ্ধির হার কমার প্রভাব ভারতে পড়বে, এমনই মত বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen