রাজ্য বিভাগে ফিরে যান

টেট পাশ করা সবাইকে এ বছরই চাকরি দেওয়ার চেষ্টা করব, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান

October 11, 2022 | < 1 min read

সরকারি ও সরকার পোষিত প্রাইমারি সহকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়ে গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, টেট পাশ করা প্রশিক্ষিত প্রার্থীরাই কেবল এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক বৈঠক করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই ঘোয়ণা হয়েছে। ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ২০১৪ এবং ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন। আমরা চেষ্টা করব সবাইকে এবছরই চাকরি দেওয়ার।


গৌতম বাবুর কথায়, “২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন, তাঁরা আমাকে বারবার বলেছেন, যখনই নিয়োগের কথা ওঠে তখনই ২০১৪ সালের পাশ করাদের তালিকা বের করা হয়। আমি তাঁদের কথা দিয়েছি, যে বছরেই আপনারা টেট পাশ করুন না কেন, এবার আবেদন করুন। আমি চাইব এ বছরের মধ্যে তাঁদের নিয়োগ দেওয়ার জন্য”।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #TET, #Primary TET, #tet exams

আরো দেখুন