দেশের ৫০ তম প্রধান বিচারপতি হতে চলেছেন জাস্টিস ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন।
প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এদিন সকালেই বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়ে বিষয়টিতে অবগত করেছেন। আগামী ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকাল শেষ হয়ে যাচ্ছে তাঁর।
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের কাছে পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় আইমন্ত্রকের তরফে। তাই আইন মন্ত্রকেও একটি চিঠি এদিন পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি।
জাস্টিস ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে কার্যকাল আগামী ৯ নভেম্বর থেকেই সামলাবেন তিনি। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন।