দেশের সেরা ১০ স্কুলের মধ্যে স্থান কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের, বলছে কেন্দ্রীয় রিপোর্ট
এই তালিকায় প্রথম স্থান পেয়েছে দিল্লির দুটি স্কুল।
October 12, 2022
|
2 min read
Published by: Drishti Bhongi

রাজ্য সরকার চালিত কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ দেশের সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল, বলছে খোদ কেন্দ্রীয় রিপোর্ট। কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের এই তালিকা প্রকাশ করেছে। কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ সেই তালিকাতেই ষষ্ঠ স্থানে রয়েছে।




এই তালিকায় প্রথম স্থান পেয়েছে দিল্লির দুটি স্কুল। রাজ্যের মধ্যে কেবলমাত্র যাদবপুর বিদ্যাপীঠই সেরা স্কুলের প্রথম দশের তালিকায় জায়গা করে নিয়েছে। স্কুলের এই সাফল্যে স্বভাবতই আনন্দে ভাসছে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়া এবং প্রাক্তনীরা।
