মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল নকশালবাড়ির বিজেপি নেতা
বৃহস্পতিবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তের চেকরামারীতে মাদক-সহ গ্রেপ্তার হয়েছে এক বিজেপি নেতা। নাম সুমন বর্মন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত সুমন বিহার থেকে বাইক নিয়ে নকশালবাড়ির দিকে যাচ্ছিল। তল্লাশির সময় তার বাইক থেকে ২৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
ধৃত সুমন বর্মন নকশালবাড়িতে সক্রিয় বিজেপি নেতা বলেই পরিচিত। গত মহকুমা পরিষদ নির্বাচনের সময়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে বিজেপির প্রতীকে নির্বাচনে লড়াই করেছিলেন।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধেয় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অভিযান চালায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পানিট্যাঙ্কির গৌড়সিং জোত ফ্লাইওভারের নিচে একটি চা বাগানের পাশে মাদক সামগ্রী হাতবদলের সময় পুলিশের জালে ধরা পড়ে নেপালের ধীরেন ও ভারতীয় মহিলা মাদক বিক্রেতা সরস্বতী। তল্লাশিতে তাদের কাছ থেকে ৪২টি ছোট ব্রাউন সুগার, ১১ গ্রাম ওজনের পৃথক একটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়েছে। পাশাপাশি ধৃতদের তল্লাশি করে ৩০ বোতল কফ সিরাপ, দু’টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা উদ্ধার হয়েছে। এছাড়া, নেপাল নম্বরের একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।