৯০ হাজার টিকিট শেষ, টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হাউসফুল মেলবোর্নে
হাউসফুল মেলবোর্ন! টি টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর, মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ ৯০ হাজারেরও বেশি দর্শক এমসিজিতে গ্যালারিতে বসে দেখবেন। রোহিত শর্মা বনাম বাবর আজমদের মধ্যে হতে চলেছে এই হাইপ্রোফাইল ম্যাচ। সব টিকিট অনলাইনে অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
ICC-র তথ্য অনুযায়ী টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬ লক্ষাধিক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ব্যাপক চাহিদা রয়েছে ভারত, আয়োজক অস্ট্রেলিয়ার পাশাপাশি পাকিস্তান, ইংল্যান্ড ম্যাচের টিকিটের। বাড়তি আকর্ষণ হিসেবে টি-২০ বিশ্বকাপে বাকিদের টেক্কা দিচ্ছেন বিরাট কোহলি। কোহলিকে নিয়ে বিরাট উন্মাদনা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল। সুতরাং ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ প্রতিশোধের ম্যাচ হিসাবেই ধরা হচ্ছে।
টি টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে গ্রুপ টু-র প্রথম ম্যাচে ২৩ অক্টোবর, যেখানে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে থাকছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও যোগ্যতাপর্ব থেকে উঠে আসা দুটি দেশ। সেমিফাইনালে খেলবে সুপার ৬-র দুটি গ্রুপ থেকে দুটি করে দেশ ।