গোটা দেশে আমূলের দুধের দাম বাড়ছে, একমাত্র গুজরাটে বাড়ছে না দাম, কেন?
মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির দৌলতে নাজেহাল দেশের সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রায় প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লায়ে। এবার লিটার প্রতি ২ টাকা দাম বাড়াতে চলেছে ‘আমূল’। ‘গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’-এর এমডি আরএস সোধি একটি বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির কথা জানিয়েছেন।
‘ফুল ক্রিম’ দুধের দাম লিটার প্রতি ৬১ থেকে বেড়ে ৬৩ টাকা হবে। কেবল গরুর দুধ নয়, লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ছে আমূল গোল্ড ও মোষের দুধেরও। তবে মজার বিষয় হল, সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের সব রাজ্যে আমূলের দুধের (Amul Milk) দাম বাড়লেও একমাত্র গুজরাটে দাম বাড়ানো হচ্ছে না! কিন্তু কেন?
অভিজ্ঞমহলের মতে, অল্প কিছুদিন পরেই গুজরাটে বিধানসভা নির্বাচন (Gujarat Elections 2022)। এমনিতেই এবার গুজারট নিয়ে অস্বস্তিতে রয়েছে বিজেপি। শেষবেলায় একের পর এক প্রকল্পের শিলান্যাস, ঘোষণা করে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। এই পরিস্থিতিতে আমূল দুধের দাম বাড়ালে তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য। তাই নির্বাচনের আগের এই কদিন গুজরাটে দুধের দাম বাড়ানো আটকে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।