এবার স্কচ সিলভার পুরস্কার পেল বাংলার ‘উৎসশ্রী’ পোর্টাল
এবার স্কচ সিলভার পুরস্কার পেল বাংলার স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য তৈরি হওয়া ‘উৎসশ্রী’ পোর্টাল। ২০২১ সালের ২আগস্ট শিক্ষকদের বদলি ব্যবস্থায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে বাংলায় চালু হয়েছিল উৎসশ্রী পোর্টাল। এখনো পর্যন্ত প্রায় ৩০ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ওই পোর্টালের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত মিউচ্যুয়াল, জেনারেল ও স্পেশাল গ্রাউন্ডে বদলি মিলিয়ে বদলির সুফল পেয়েছেন।
শিক্ষকদের বদলির ক্ষেত্রে অন্যতম বিবেচ্য বিষয় বয়স ও বিদ্যালয় থেকে বাড়ির দূরত্ব। এছাড়াও শারীরিক অসুস্থতার ভিত্তিতেও বদলির আবেদন করা যায় তবে অনুমোদিত চিকিৎসকের প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। ৬০ শতাংশ প্রতিবন্ধকতা থাকতে হবে শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বদলির আবেদন করতে হলে।
পোর্টালটি চালুর পর থেকেই বদলি সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা এসেছে। এর আগে কোনও শিক্ষক বা শিক্ষিকাকে বদলির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। বিভিন্ন জায়গায় তদ্বির ইত্যাদি ঝামেলা থেকে মুক্ত হয়েছেন শিক্ষকেরা।