কালী পুজোয় রেকর্ড বরাত, করোনার মন্দা কাটিয়ে ঘুরল কুমোরটুলির চাকা

বরাতের নিরিখে কুমোরটুলির মৃৎশিল্পে গত পাঁচবছরের রেকর্ড ভেঙে গেছে ।

October 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Social NewsXYZ

বরাতের নিরিখে কুমোরটুলির মৃৎশিল্পে গত পাঁচবছরের রেকর্ড ভেঙে গেছে । তথ্য বলছে ২০১৭ সাল থেকে ধরলে এবছর এখনও পর্যন্ত সর্বাধিক কালী মূর্তির বরাত পেয়েছে এই কুমোরটুলি। এখানকার মৃৎশিল্পীরা অক্টোবর মাসের ৯ তারিখ পর্যন্ত ১৩ হাজার কালী প্রতিমার অর্ডার পেয়েছেন।

২০১৯ সালে, করোনা অতিমারী শুরুর আগে, প্রায় ১২ হাজার প্রতিমা বিক্রি হয়েছিল কুমোরটলিতে। এবার সেই সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে, কালীপুজোর প্রায় ২০ দিন বাকি থাকতেই।

দু’বছর করোনার দাপটে প্রতিমা তৈরির ব্যবসা তলানিতে এসে ঠেকেছিল। এবছর থেকে শিল্পীদের। আশানুরূপ হয়েছিল দুর্গা এবং লক্ষ্মী মূর্তির বিক্রি। অধিকাংশ শিল্পী লোকসানের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। এবার কালীপুজোর বরাত ভাল হওয়ায় করোনার সময়কালের ধারবাকি শোধ করতে পারবেন অনেকেই। সবমিলিয়ে কলকাতার সব থেকে বড় কুমোরপাড়া, কুমোরটুলিতে অনেকদিন পরে খুশির আমেজ। শিল্পীদেড় থেকে জানা গেছে অনেকেই ১০, কেউ ২০, কেউ ২৫ থেকে ৩০টির মতো বায়না পেয়েছেন কালী প্রতিমা বানানোর।অনেক নামী শিল্পীরা অর্ডার পেয়েছেন তিরিশেরও বেশি কালী ঠাকুর বানানোর ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen