আলোর উৎসব উপলক্ষ্যে বাজার মাতাচ্ছে ‘জলের প্রদীপ’

বিক্রেতাদের কথা এবারের আলোর উৎসবে জলের প্রদীপ হিট!

October 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আসছে দীপাবলি, আলোর উৎসব উপলক্ষ্যে মাততে চলেছে গোটা দেশ। বিশেষ দিনটিতে বহুকাল ধরেই প্রদীপ প্রজ্জ্বলনের রীতি চলে আসছে। ফলে ​আলোর উৎসবকে কেন্দ্র করে, কলকাতার বাজারে ছেয়ে গিয়েছে আশ্চর্য প্রদীপ। জলে জ্বলছে প্রদীপের আলো। সলতে পাকানোর ঝামেলা থাকছে না, তেল কেনার খরচও থাকছে না। আশ্চর্য প্রদীপ কিনতে দৌড়াচ্ছেন মানুষজন, পোদ্দার কোর্টের উল্টোদিকে টেরিটি বাজারে ইলেকট্রিক সাজ সরঞ্জামের বাজারে ভিড় জমাচ্ছেন তারা। বড়বাজারের একাধিক জায়গাতেও প্রদীপের বিক্রি চলছে। দামও যে খুব একটা বেশি তা নয়, ৪০ থেকে ৫০ টাকায় মিলছে প্রদীপ।

কোনও জাদু নয়, খুব সাধারণ ফর্মুলা, বুদ্ধি খাটিয়েই তৈরি করা হচ্ছে এই প্রদীপ। বিক্রেতাদের বক্তব্য, জলের প্রদীপ অন্য যেকোন প্রদীপের সঙ্গে পাল্লা দিতে পারবে। ইলেকট্রিক্যাল সায়েন্সের সাধারণ কৌশল ব্যবহার করেই প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। প্রদীপটি ফাইভার নির্মিত। অন্য প্রদীপের ক্ষেত্রে যেখানে সলতে দেওয়া হয়, সেখানেই এই প্রদীপে দেওয়া হয়েছে এল ই ডি আলো। প্রদীপের ভিতরের ছোট্ট একটি ব্যাটারি ও সার্কিট থাকছে। প্রদীপের যে অংশে তেল দেওয়া হয়, সেখানে দুটি স্ক্রু রাখা হয়েছে। স্ক্রু দুটির একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। প্রদীপের উপর জল ফেললেই স্বাভাবিক নিয়মে শর্ট সার্কিট হয়ে নেগেটিভ ও পজিটিভ সংযোজিত হচ্ছে। এল ই ডি আলোটিতে বিদ্যুৎ বাহিত হচ্ছে। এল ই ডি বাল্ব জলে উঠছে। জল ফেলে দিলেই প্রদীপ নিভে যাচ্ছে। বিদ্যুৎ সংবহনের সাধারণ সূত্রের উপর ভিত্তি করেই এই প্রদীপ বানানো হয়েছে। যা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। বিক্রেতাদের কথা এবারের আলোর উৎসবে জলের প্রদীপ হিট!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen