স্বাস্থ্য বিভাগে ফিরে যান

১৫ আগস্টের মধ্যে পাঁচ কোটি নাগরিকের করোনা নমুনা পরীক্ষার টার্গেট কেন্দ্রের

July 9, 2020 | < 1 min read

ভারতের জনসংখ্যার কথা মাথায় রেখে ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে পাঁচ কোটি নাগরিকের করোনা নমুনা পরীক্ষার টার্গেট নিল কেন্দ্র। এ ব্যাপারে আইসিএমআর’কে যেমন উদ্যোগ নিতে বলা হয়েছে, একইভাবে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বাড়ানোরও চেষ্টা চলছে। সব মিলিয়ে এখন করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন গড়ে দু’লক্ষের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। এই গতি আরও বাড়াবে বলেই ঠিক করেছে স্বাস্থ্যমন্ত্রক।

গত ২২ জানুয়ারি থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে কেন্দ্র। বিদেশ থেকে আগত বিমান যাত্রীদের দিয়ে তা শুরু হয়। সেই সময়েই ৩০ জানুয়ারি চীনের উহান থেকে কেরলে ফেরা এক ছাত্রের শরীরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর মেলে। গোড়ায় কেবলমাত্র পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভায়রোলজি (এনআইভি)তে নমুনা পাঠিয়ে পরীক্ষার ফল জানা হচ্ছিল। কিন্তু দ্রুত হারে সংক্রমণ বাড়তে থাকায় বর্তমানে দেশজুড়ে ৭৯৫ টি সরকারি এবং ৩২৪টি বেসরকারি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা চলছে। আগামীদিনে তা আরও বাড়ানো হবে।

অন্যদিকে, করোনায় মৃত্যুর হার কমাতে উদ্যোগ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্যের সরকারি হাসপাতালের সঙ্গে টেলি-কনসাল্টেশন শুরু করছে নয়াদিল্লির এইমস।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #corona test

আরো দেখুন