পথচারীদের আরও নিরাপদ করতে জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে আলো
সেফ ড্রাইভ- সেভ লাইফ কর্মসূচি নেবার পর থেকে পশ্চিমবঙ্গে দুর্ঘটনা বহুমাত্রায় কমেছে তা নানা সরকারি রিপোর্টেই প্রকাশ্য। এবার পথচারীদের আরও নিরাপদ করতে কলকাতা পুলিশ নতুন ব্যবস্থা নিল। পথচারীদের যাতে আরও নিরাপদে জেব্রা ক্রসিং (Zebra crossing) দিয়ে রাস্তা পারাপার করতে পারেন সি উদ্দেশ্যে জেব্রা ক্রসিং আরও সুস্পষ্ট করতে এবার আলোর ব্যবস্থা করা হচ্ছে। হায়দ্রাবাদের পর দেশের দ্বিতীয় শহর হিসেবে কোকাতে চালু হচ্ছে এই সুবিধা।
কোনও কোনও গাড়ি জেব্রা ক্রসিংয়ের ওপর উঠে আসে সিগন্যাল লাল হয় সত্বেও। আবার কিছু পথচারী জেব্রা উপেক্ষা করে যেখান সেখান থেকে রাস্তা পারাপার করেন। এরই ফলে ঘটে দুর্ঘটনা। জেব্রা ক্রসিংয়ে আলো লাগানো হচ্ছে এই সমস্যার সমাধান করতেই ।
গত রবিবার থেকে পরীক্ষামূলকভাবে ডালহৌসির হেয়ার স্ট্রিট এবং কাউন্সিল হাউস স্ট্রিটের সংযোগ স্থলে এই আলো লাগানো হয়েছে। রাতের সময়েই এই ব্যবস্থা বেশি কাজে দেবে বলে মনে করা হচ্ছে। ঠিকঠাক ফলাফল পাওয়া গেলে শহরের অন্যান্য রাস্তাতেও এই ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে লালবাজার (Lalbazar) সূত্রে।